RisingBD – Home
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:০৫, ১৭ জুলাই ২০২৫
হামলায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর শেখের মৃত্যু হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক জাহাঙ্গীর শেখ (৫৭) ও তার ছেলে নাহিদ শেখকে (২৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বুধবার (১৬ জুলাই) বাহিরপাড়া গ্রামে বিলের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখের সাথে জমি নিয়ে একই গ্রামের কওছার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার সালিশ বৈঠক করলেও কোনো সমাধান হয়নি।
বুধবার দুপুরে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যান। খবর পেয়ে প্রতিপক্ষ কওছার শেখের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলা চালিয়ে জাহাঙ্গীর শেখ তার ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়নকে কুপিয়ে গুরুতর আহত করে।
হামলায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর শেখের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত নাহিদ শেখ ও নয়নকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর আহত নাহিদ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিলো। পথে বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কবির শেখ ও সোহান শেখকে আটক করা হয়েছে। নিহত জাহাঙ্গীর শেখের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ঢাকায় নেওয়ার পথে মারা যাওয়া নাহিদ শেখের লাশ রাতেই ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা/শরিফুল/এস