দীঘিনালায় সেনাবাহিনী ও ডিএনসির যৌথ অভিযানে ৬৫ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া কমিউনিটি সেন্টারের পাশের জঙ্গল থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির খাগড়াছড়ি জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আতাউর রহমান। তার সঙ্গে অংশ নেন দীঘিনালা জোনের সেনাসদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমির জঙ্গল থেকে তিনটি প্লাস্টিকের বস্তা, যার ভিতরে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৬৫ কেজি গাঁজা এবং দুইটি পাটের বস্তা থেকে মোট ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

দীঘিনালায় সেনাবাহিনী ও ডিএনসির যৌথ অভিযানে ৬৫ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও মাদকের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর—৫৪১, তারিখ—১৬/০৭/২০২৫ খ্রিঃ।

উল্লেখ্য, পাহাড়ি এলাকার দুর্গম জঙ্গলে মাদক চোরাচালানকারীরা সুযোগ নিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বারবার তা ব্যর্থ হচ্ছে। এই ধরনের সফল অভিযান পার্বত্য এলাকার মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতির দৃষ্টান্ত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *