jagonews24.com | rss Feed
চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারী এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. বাবুলকে (৩৫) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট।
অন্যদিকে একই রাতে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে উপজেলার শোরকার বাড়ি এলাকায় তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল ছিনতাইকারী মো. বাদল (২১), হৃদয় হোসেন (২১) ও শাহাদাত হোসেনকে (২২) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল।
জব্দ মাদক, উদ্ধার মোবাইল ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য নিজ নিজ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
শরীফুল ইসলাম/এমআরএম