CHT NEWS
গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২০ জুলাই ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার ডিপি পাড়া থেকে
২ জন ইউপিডিএফ সদস্যসহ ৩ জনকে সেনাবাহিনী আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (২০ জুলাই ২০২৫) ভোর ৫টার সময় এ আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ইউপিডিএফ কর্মী মংশে প্রু মারমা মংচি (৫১), পিতা- হ্লাচাইগ্য
মারমা, গ্রাম- সিন্দুকছড়ি মুখ পাড়া, হাফছড়ি ইউনিয়ন, গুইমারা ও সুমন চাকমা (২০) পিতা-অজ্ঞাত
এবং এলাকার যুবক মংপাই মারমা (২২), পিতা- আতুশে মারমা, গ্রাম- ডিপি পাড়া, মাটিরাঙ্গা,
খাগড়াছড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফ সদস্য মংশে প্রু মারমা, সুমন চাকমা এবং
এলাকার যুবক মংপাই মারমা বাইল্যাছড়ি ডিপি পাড়ার এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করেন। তারা সেখানে
অবস্থানকালে আজ ভোর ৫টার সময় মাটিরাঙ্গা জোনের একদল সেনা সদস্য ওই বাড়িটি ঘেরাও করে
তাদেরকে আটক করে নিয়ে যায়।
রিপোর্ট লেখার সময় পর্যন্ত আটক ৩ জনকে মাটিরাঙ্গা সেনাজোনে রাখা হয়েছে বলে
জানা গেছে।
ইউপিডিএফের মাটিরাঙ্গা-গুইমারা ইউনিটের সমন্বয়ক ঝিমিত চাকমা এ অন্যায় আটকের ঘটনায়
নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটককৃতদের বিনাশর্তে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।