প্রথম আলো
কিছু পেশার মানুষ বিশেষ প্রাধিকার হিসেবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন। তাঁদের জন্য আয়কর পরিশোধের বাধ্যবাধকতা নেই। স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিরা আয়কর পরিশোধ ছাড়াও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারেন। এ তালিকায় আরও রয়েছেন সিটি করপোরেশনের মেয়র ও ‘ক শ্রেণির’ পৌরসভার মেয়র। এ ছাড়া জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাষ্ট্রীয় সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তি, সামরিক বাহিনীতে কমিশন্ডপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, গবেষণার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তি।