রামপালে যৌথবাহীনির অভিযান বিভিন্ন মাদকও টাকাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

Google Alert – আর্মি

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপালের গৌরম্ভা আদাঘাট এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহীনির অভিযানে মাদক দ্রব্য হেরোইন, হেরোইন মাপার যন্ত্র ও নগদ টাকাসহ ৩ জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গৌরম্বা ইউনিয়নের আদাঘাট এলাকার আশিকুজ্জামানের ছেলে মো:ঃ বায়েজিদ হাসান রাব্বি (২২), একই এলাকার মোঃ জিহাদ শেখের ছেলে রবিউল ইসলাম রাজু (৩৪) ও আবুল কালাম শেখের ছেলে মোরসালিন শেখ (২৩)। এদের নিকট থেকে ১ লাখ ৯৯ হাজার ৩৩০ নগদ টাকা, ২২ গ্রাম হেরোইন, হেরোইন মাপার একটি মেশিন, ৪টি এন্ড্রয়েড ফোনসহ ৫টি মোবাইল ফোন, একটি মটরসাইকেল. এক হাজার টাকার জাল নোট, ব্যাংকের একটি ফাঁকা চেকের পাতা ও হেরোইনের পরিবর্তে রাখ এক জোড়া স্বর্ণের দুল। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা হয়েছে। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মোঃ আলাউদ্দিন গাজী শনিবার সকালে জানান, রামপাল আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর ইমরুল কায়েসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম গোপন খবরে শুক্রবার রাতভর রামপাল উপজেলার গৌরম্বা ইউনিয়নের আদাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে হেরোইন, জাল টাকা, মাদক বিক্রির নগদ টাকা, হেরোইন মাপার যন্ত্র ও স্বর্ণের দুল উদ্ধার করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *