CHT NEWS
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২০ জুলাই ২০২৫
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি ঊষাতন চাকমা খাগড়াছড়ির ভাইবোনছড়ায়
এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিশেষ
ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আজ রবিবার (২০ জুলাই ২০২৫) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত ২৭ জুন রাতে ঐ কিশোরী তার এক আত্মীয়ের বাড়ীতে বিএনপি
রাজনীতির সাথে যুক্ত ৬ জন সেটলার বাঙালী কর্তৃক গণধর্ষণের শিকার হন, যা একটি গণতান্ত্রিক
ও সভ্য সমাজে অকল্পনীয়। কিশোরীটি বর্তমানে চট্টগ্রামে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা
লড়ছেন।
বিবৃতিতে ঊষাতন চাকমা অবিলম্বে ঘটনার সাথে জড়িত সকল ধর্ষককে গ্রেফতার করে
বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি পাহাড়ে
যাতে নারী-শিশুর ওপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রশাসনের
প্রতি আহ্বান জানান।
তিনি অতীতের অসংখ্য ধর্ষণ ঘটনায় অপরাধীদের শাস্তি না হওয়ায় পাহাড়ি নারীদের
ওপর যৌন হামলার ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি একটি কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী কর্তৃক ভাইবোনছড়ার ধর্ষকদের
আড়াল ও রক্ষার অপচেষ্টার নিন্দা জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।