Google Alert – বাংলাদেশ
৩ বলে ৩ উইকেট হারিয়ে অলআউট পাকিস্তান
শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলতে পারল না পাকিস্তান। শেষ ওভারের প্রথম ৩ বলে তিন উইকেট হারিয়ে ১১০ রানে গুটিয়ে গেল সফরকারীদের ইনিংস। টি-টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে অলআউট হল তারা।
তাসকিন আহমেদের প্রথম বল ছিল স্লোয়ার। বুঝতেই পারেননি ফাহিম আশরাফ। ব্যাট চালিয়ে দিলেও টাইমিং করতে পারেননি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় শর্ট থার্ড ম্যানে, শেখ মেহেদি হাসানের হাতে।
১০ বলে আশরাফ করেন ৫ রান।
পরের বলে রান আউট হয়ে যান সালমান মির্জা। অভিষেকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি।
তিনটি ছক্কা মারা আব্বাস আফ্রিদি আরেকটি বড় শটের চেষ্টায় ফেরেন পরের বলেই। শর্ট বলে অনেক জোরে ব্যাট চালালেও ঠিকঠাক খেলতে পারেননি। উঁচুতে উঠে যাওয়া বল গ্লাভসে জমান লিটন দাস।
আফ্রিদি তিন ছক্বায় ২৪ বলে করেন ২২ রান।
১৯.৩ ওভারে ১১০ রানে থামে পাকিস্তানের ইনিংস।
২২ রানে ৩ উইকেট নেন তাসকিন। তবে সফলতম বোলার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। লিটন দাস রিভিউ নিয়ে উইকেট আরেকটি বাড়ত তার।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০ (ফাখার ৪৪, সাইম ৬, হারিস ৪, সালমান আগা ৩, হাসান নাওয়াজ ০, মোহাম্মদ নাওয়াজ ৩, খুশদিল ১৭, আফ্রিদি ২২, আশরাফ ৫, সালমা মির্জা ০, আবরার ০*; মেহেদি ৪-০-৩৭-১, তাসকিন ৩.৩-০-২২-৩, তানজিম ৪-০-২০-১, মুস্তাফিজ ৪-০-৬-২, শামীম ১-০-২-০, রিশাদ ৩-০-১৯-০)