হুথিদের লক্ষ্য করে ইয়েমেনের বন্দরে ইসরায়েলি হামলা

Bangla Tribune

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের হোদেইদা বন্দরে চালানো হামলায় একটি ডক বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে হুথিদের এক নিরাপত্তা কর্মকর্তা। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এক বিবৃতিতে বলেছেন, হোদেইদাতে হুথিদের লক্ষ্যবস্তুতে সোমবার (২১ জুলাই) হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। পূর্বের হামলায় তাদের বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়।

ইরানের সঙ্গে তাদের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের ইঙ্গিত করে কাতজ আরও বলেন, ইয়েমেনও তেহরানের ভাগ্যবরণ করতে যাচ্ছে।

হোদেইদা বন্দরে একাধিক ইসরায়েলি বিমান হামলার খবর প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম আল-মাসিরাহ।

নাম প্রকাশে অনিচ্ছুক হুথি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসরায়েলিদের আগের কয়েক দফায় ক্ষতিগ্রস্ত একটি ডক পুনর্গঠন করা হয়েছিল। বোমা বর্ষণে সেটা আবারও ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, হামলায় প্রকৌশল বাহন, জ্বালানি কনটেইনার, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত নৌযান এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ইরান থেকে অস্ত্র পরিবহনের কেন্দ্র হিসেবে বন্দরটি ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করে বিবৃতিতে বলা হয়, এগুলো হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছিল।

সম্প্রতি লোহিত সাগর ও গালফ অব এডেনে হামলা পুনরায় শুরু করেছে হুথি বিদ্রোহীরা। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তাদের সঙ্গে সম্পর্কিত জাহাজে এসব হামলা চালানো হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *