ঢাকায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানিয়ে আগামীকালের কর্মসূচি স্থগিত করলো ইউপিডিএফভুক্ত সংগঠনগুলো

CHT NEWS

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। সংগৃহিত ছবি

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবান, ২১ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায়
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভেতরে বিমান বাহিনীর
একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিক্ষার্থী হতাহতের ঘটনায় আগামীকালের (২২ জুলাই ২০২৫) কর্মসূচি
স্থগিত করেছে ইউপিডিএফভুক্ত সংগঠনগুলো।

কর্মসূচি বাস্তবায়ন লিঁয়াজো কমিটির সদস্য
নীতি শোভা চাকমা এ কথা জানিয়ে বলেছেন বিমান দুর্ঘনায় নিহতদের প্রতি সম্মান জানিয়ে তারা
আগামীকালের কর্মসূচি স্থগিত করেছেন। তবে পরবর্তীতে যে কোন সময় কর্মসূচি পালন করা হবে
বলে তিনি জানান।

উল্লেখ্য,
খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে সেটলার কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে
ও ধর্ষকদের শাস্তির দাবিতে ইউপিডিএফের সহযোগী সংগঠনগুলোর আগামীকাল (২২ জুলাই) বিভিন্ন জায়গায় মানববন্ধন হওয়ার কথা ছিল।  

ইউপিডিএফের সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন,
পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, নারী আত্মরক্ষা কমিটি, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক
যুব ফোরাম এক লিঁয়াজো সভায় এ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। তারই অংশ হিসেবে
আজ খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন জায়গায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *