মাইলস্টোন কলেজে আজকের মতো উদ্ধারকাজ শেষ

Google Alert – আর্মি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজকের মতো উদ্ধারকাজ শেষ করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ডিএমপির উত্তরা জোনের ডিসি মহিবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। আমাদের উদ্ধারকাজ আজকের মতো শেষ। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এয়ারফোর্স, আর্মি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটে এসেছে। শিক্ষার্থী, সাধারণ মানুষ, গণমাধ্যমকর্মী সবাই অনেক সহযোগিতা করেছেন। সেজন্য সবাইকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, আপাতত মাইলস্টোন কলেজ ক্যাম্পাস সিলগালা থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মঙ্গলবার সকালে আবারও সিআইডি, বিমানবাহিনীসহ বিশেষজ্ঞরা কাজ করবেন।

এর আগে এদিন দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

এদিকে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এছাড়া বিভিন্ন হাসপাতালে ১৭১ জনের মতো চিকিৎসাধীন।

এমডিএইচআর/এএএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *