অনেক বিতর্কিত লোককে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে

Google Alert – ইউনূস

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অনেক বিতর্কিত লোককে উপদেষ্টা পরিষদের মধ্যে রাখা হয়েছে। শেখ হাসিনার আমলে যাদের ভূমিকা ছিল ন্যক্কারজনক। ঢালাও বলব না, অনেকেই নানা লাঞ্ছনার শিকার হয়েছেন। কিন্তু দুই-একজনকে রাখা হয়েছে, যাদের কোনো না কোনোভাবে হাসিনার সঙ্গে বা হাসিনার রেজিমের সঙ্গে সম্পৃক্ততা ছিল। তাহলে এর পরে আপনি কী করে আইনের শাসন নিশ্চিত করবেন?’

গতকাল দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান মিলনায়তনে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

উপদেষ্টা পরিষদ নিয়ে রিজভী আরো বলেন, ‘সকল রাজনৈতিক দল যারা সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল, তাদের সমর্থিত সরকার হচ্ছে ড. ইউনূসের সরকার। সেখানে এত দ্বিধা, এত দ্বন্দ্ব কেন? কোনো কোনো উপদেষ্টার খায়েস থাকতে পারে। ড. ইউনূস তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, গুণীজন মানুষ, সর্বজন শ্রদ্ধেয় মানুষ। তাকে তো জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে। আপনি হয়তো ভালো মানুষ। কিন্তু আপনার আরো যারা আছে, তাদের হয়তো নানা বিষয় থাকতে পারে। তা না হলে আজ সচিবালয়ের ভেতরে ছাত্রলীগ স্লোগান দেয় কী করে? গোপালগঞ্জে আক্রমণ করে কী করে?’

মব কালচার নিয়ে রিজভী বলেন, ‘৫ আগস্টের পর মব কালচার এত বেশি তীব্র আকার ধারণ করল কেন? এখানে প্রশাসনিক ব্যবস্থা কোথায়? এটা তো আজকে মানুষ জানতে চায়। কেউ হয়তো বলে দিল একটা নিরীহ ছেলে চুরি করেছে, হঠাৎ উচ্ছৃঙ্খল জনতা তার ওপর আক্রমণ করে তাকে মেরেই ফেলল। এটা হচ্ছে, প্রায় হচ্ছে। প্রতিদিন বীভৎস হত্যাকাণ্ড ঘটছে। এটা তো অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আশা করে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম। জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান প্রমুখ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *