নিহত পরিবারের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ, সহায়তার আশ্বাস

jagonews24.com | rss Feed

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ভাই-বোন তাহনিয়া আশরাফ নাজিফা ও আরিয়ান আশরাফ নাফি এবং মাহিত হাসান আরিয়ানের পরিবারের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এসময় তিনি শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন।

শুক্রবার (২৫ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র বিমানবাহিনী প্রধান নয়, একজন পিতা ও অভিভাবক হিসেবে তিনি শোকে কাতর পরিবারগুলোর এই কঠিন সময়ে তাদের দুঃখগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। এসময় বিমান বাহিনীর প্রধান জানান, কোনো ভাষাতেই এই শোক প্রকাশ করা সম্ভব নয়। তিনি এই পরিবারগুলোকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

বিমানবাহিনী প্রধানের পত্নী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খান এসময় শোকাহত মায়েদের পাশে থাকার প্রত্যয় জানান।

বিমানবাহিনী প্রধান সস্ত্রীক নিহত শিশুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

ঢাকার তুরাগে বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিশুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শুক্রবার বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পাশাপাশি এবং বিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর সপুরায় কবর জিয়ারত করা হয়।

একইদিনে জুমার নামাজের পর উত্তরার তাফালিয়া ক্রিকেট একাডেমি মাঠ প্রাঙ্গণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মানের (১০) জানাজায় বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল অংশ নেয়। এবং নিহতের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

আইএসপিআর আরও জানায়, শুক্রবার বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় একযোগে সব ঘাঁটিতে অফিসার্স মেসে দোয়া ও মাহফিলের আয়োজন করে বিমানবাহিনী।

বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের (ঢাকা) অফিসার্স মেসে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), সহকারী নৌবাহিনী প্রধান (পরিচালন), সাবেক বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নিহত ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের শোকসন্তপ্ত পরিবার এবং মাইলস্টোন স্কুল ও কলেজের আনুমানিক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমবেত হন।

এসময় বাহিনী প্রধানেরা শোকার্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

একইদিনে পবিত্র জুমার নামাজের পর একযোগে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের মসজিদগুলোতে বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টিটি/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *