বাবার স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে নিতে এলেন প্রবাসী

jagonews24.com | rss Feed

চুয়াডাঙ্গার জীবননগরে হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে নিতে এলেন শাকিব (২৩) নামের এক সৌদি প্রবাসী। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তিনি উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে কনের বাড়িতে পৌঁছান।

খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের বিল্লাল খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাবা বিল্লাল খানের সঙ্গে সৌদি আরবে বসবাস করছেন। সেখানে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ মাস আগে শাকিবের সঙ্গে কয়া গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে আসমা খাতুনের (১৯) বিয়ে হয়। পরে বাবার স্বপ্ন পূরণে তিনি হেলিকপ্টারে করে স্ত্রীকে নিতে আসেন।

শুক্রবার দুপুরে শাকিব নিজ গ্রাম থেকে হেলিকপ্টারে রওয়ানা দিয়ে মাত্র ছয় মিনিটে অবতরণ করেন জীবননগর হাই স্কুল মাঠে। সেখান থেকে প্রাইভেট গাড়িতে কনের বাড়িতে পৌঁছান।

হেলিকপ্টার নামার খবর ছড়িয়ে পড়তেই স্কুল মাঠে উৎসুক মানুষ ভিড় করেন। শিশু, নারী-পুরুষ—সবাই মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কনের পরিবার ফুল দিয়ে বরণ করে নেয় বরকে।

বর শাকিব বলেন, ‘ছোটবেলা থেকেই বাবার ইচ্ছা ছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করি। আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।’

পরে আনুষ্ঠানিকতা শেষে শাকিব কনেকে নিয়ে আবার হেলিকপ্টারে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।

হুসাইন মালিক/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *