অর্থের বিনিময়ে অনৈতিক সেবা, বাংলাদেশিকে ফেরত পাঠালো দূতাবাস

jagonews24.com | rss Feed

কুয়েত প্রতিনিধি

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের পাসপোর্ট সেবাসহ প্রয়োজনীয় সবধরনের সেবা সহজীকরণ করতে প্রতিনিয়ত নানা পদক্ষেপ গ্রহণ করছে দূতাবাস। অনিয়ম ও পরামর্শের জন্য দূতাবাসে স্থাপন করা হয়েছে অভিযোগ বক্স।

এদিকে অতিরিক্ত অর্থের বিনিময়ে প্রবাসীদের দূতাবাসের সেবা দেওয়ার অভিযোগে আবু হোসেন মারফুল্লাহ নামে এক অসাধু বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দূতালয় কাউন্সিলর ও দূতালয় প্রধান মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দূতাবাস, কুয়েতে আসা সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতেন তিনি। দূতাবাসের পক্ষ থেকে তাকে কয়েক দফায় সতর্ক করা হলেও সে তার কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে দূতাবাসের পক্ষ থেকে তাকে ১৬ জুন কুয়েতি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দূতাবাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ১২ জুলাই তাকে বাংলাদেশে স্থায়ীভাবে ফেরত পাঠায়। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রেও বাংলাদেশ দূতাবাস, কুয়েত অনুরূপ কার্যক্রম চলমান রাখবে বলে জানানো হয়।

দূতাবাসের এমন উদ্যোগ প্রশংসা করে ও সাধুবাদ জানায় কুয়েতে বিভিন্ন পেশার বাংলাদেশি প্রবাসীরা।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *