বোন ও ভাগ্নির বিয়ে দেখে যেতে পারলেন না ২ সহোদর ভাই ও মামা, মহাসড়কে প্রাণ গেল তিনজনের

Google Alert – পার্বত্য অঞ্চল

 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের দুই ভাই ও তাদের মামা নিহত হয়েছেন।

 

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘির পূর্বপাড় চিববাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—নিহতরা হলেন – সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারোদোনা শাহ আকাম উদ্দিন মৌলভী পাড়ার ছিদ্দিক আহমদের পুত্র হুমায়ুন (৩৮) তার ছোট ভাই মামুন (২৮ ) তাদের মামা সাতকানিয়া সদর ইউনিয়নের করিয়ানগর এলাকার আবদুল সাত্তারের ছেলে মনির আহমদ ( ৪০)।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন একটি মোটরসাইকেলে করে চট্টগ্রামমুখী ছিলেন। পথে সংযোগ সড়ক হতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। এ সময় কক্সবাজারগামী একটি মহিষবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

নিহতদের খালাত ভাই জানান, ছোট বোনের বিয়ের কথাবার্তা চলছিল লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে, দুপুরে একটি মোটরসাইকেল নিয়ে ২্ভাই ও তাদের মামা একসাথে বোনের হবু শ্বশুর বাড়ি দেখতে যায়, সেখান থেকে ফেরার পথে, মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করি।’

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।আইনি প্রক্রিয়া শেষ করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্ত করা হবে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *