রাঙামাটিতে এপিবিএনের প্রথম ক্যাম্প উদ্বোধন

Google Alert – পার্বত্য অঞ্চল

পার্বত্য জেলা রাঙামাটির আসামবস্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রথম পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ফিতা কেটে এ ক্যাম্পের উদ্বোধন করেন ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।

উদ্বোধনের পর অধিনায়ক মাহফুজ আফজালকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে পাহাড়ের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর, এবং আসামবস্তি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহসহ অন্যান্য সদস্যরা।

এপিবিএন অধিনায়ক মাহফুজ আফজাল বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল। সরকার ২০২৩ সালে ১৮ এপিবিএনের প্রশাসনিক অনুমোদন দেয় এবং ২০২৪ সালে কার্যক্রম শুরু হয়। আজকের এই ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে আমরা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছি। এই ক্যাম্প স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব ঘোচাতে ও আস্থা তৈরিতে ভূমিকা রাখবে।’

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এপিবিএন ইতোমধ্যে কার্যকর ভূমিকা রেখে চলেছে। রাঙামাটির আসামবস্তি পুলিশ ক্যাম্প সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *