Google Alert – সেনাবাহিনী
মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে স্থানীয়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল থেকে মহালছড়ি উপজেলার বিজিতলা মাস্টারপাড়া এলাকায় এই চিকিৎসাসেবা দেওয়া হয়।
এতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা স্ত্রীরোগ, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন। এতে প্রায় ৩০০ জন রোগী এই চিকিৎসাসেবা নেন।
সেনাবাহিনীর ৫ফিল্ড অ্যাম্বুলেন্সের চিকিৎসক মেজর তাসমিয়া, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস, ক্যাপ্টেন তাসমিয়া শাফিক, ক্যাপ্টেন আহমেদ আজওয়াদ আবরার রোগীদের চিকিৎসাসেবা দেন।
এডি/আরবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।