Google Alert – পার্বত্য অঞ্চল
এক নাগাড়ে বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে স্বস্তি মিলেছে উত্তরের জেলাগুলিতে। বৃষ্টি হলেও আদ্রতা জনিত কারণে গরম অনুভূত হতে পারে কিছু স্থানে বলে জানাল আবহাওয়া দফতর। তবে শনিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
কয়েকদিন ধরেই হাঁসফাঁস গরমে নাজেহাল দশা হয় রাজ্যবাসীর। তবে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফলে ওই এলাকায় একটি নিম্নচাপ অঞ্চলও ঘনীভূত হচ্ছে। এসবের জেরে ফের ঝড়বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার দিন থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সব জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে।মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের মত থাকবে।
উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।