‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা’

Google Alert – প্রধান উপদেষ্টা

আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। এতে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। তবে  এ সময়ে ফ্যাসিবাদী শক্তির যেকোনও অপতৎপরতা কঠোর হাতে দমন করতে হবে।

শনিবার (২৬মে) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রত্যেক দলের নেতাই নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিকাল ৫টা থেকে বৈঠক চলে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত।

ব্যারিস্টার মোস্তফা জামাল হায়দার

১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমরা বলেছি, এক বছর আগে যারা উৎখাত হয়েছে, তাদের আর পুনর্বাসিত করার সুযোগ দেওয়া হবে না। খুনিদের দ্রুত বিচার দাবি করেন এই নেতা।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান

বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের আইনশৃঙ্খলাসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। প্রধান উপদেষ্টা কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আভাস দিয়েছেন। লেবার পার্টি মনে করে, এতে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।

ডা. ইরান অভিযোগ করেন, দেশের পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। এতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আমাদের দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের দরকার নেই। এই মুহূর্তে তা  ফিলিস্তিনে দরকার।

তিনি আরও বলেন, স্বাস্থ্য উপদেষ্টা চরম ব্যর্থ। তাকে পদত্যাগ করতে হবে। কারণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় এখনও নিহত ও আহতদের তালিকা প্রকাশ করতে পারেননি। বলেন, বাংলাদেশ জাসদ ফ্যাসিবাদের দোসর। রাষ্ট্রীয় কোনও বৈঠকে তাদের ডাকা উচিত নয়।

ড. ফরিদুজ্জামান ফরহাদ

ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। তিনি নিষ্ক্রিয় উপদেষ্টাদাদের সরিয়ে নতুন উপদেষ্টা নিয়োগের দাবি জানান। এছাড়া  ফ্যাসিবাদের দোসর ডিসি-এসপিদেরও অপসারণ চান তিনি।

ববি হাজ্জাজ

বক্তব্য রাখছেন ববি হাজ্জাজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদ ঘোষণার পর আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। বর্তমান সংকটের নেপথ্যে বিগত দিনের ফ্যাসিবাদী শক্তিকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা। তিনি এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সহযোগী হিসেবে কামনা করেন। আমরা ৮ দফা প্রস্তাব তুলে ধরেছি।

মঞ্জুরুল ইসলাম আফেন্দী

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানান, বৈঠকে প্রথমে মাইলস্টোনের ঘটনায় সমবেদনা জানানো হয়।এরপর সবাই একসঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। যেন পরাজিত শক্তি মাথাচারা দিয়ে উঠতে না পারে। তাদের পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা।

ব্রিফ করেন মঞ্জুরুল ইসলাম আফেন্দী মঞ্জুরুল ইসলাম আফেন্দী অভিযোগ করেন, দলগুলোকে আমন্ত্রণ করার ক্ষেত্রে বৈষম্য ছিল। আর গোপালগঞ্জের ঘটনায় দুরদর্শিতার অভাব ছিল কিনা, তা খতিয়ে দেখতে বলেছি। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়েছে। তিনি কোনও উত্তর দেননি।

এছাড়া বৈঠক শেষে ব্রিফিং করেন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মোশতাক আহমেদ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *