যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি উন্মোচনসহ ২ দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

Bangla Tribune

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা সব ধরনের সামরিক ও বেসামরিক চুক্তি উন্মুক্ত করা এবং  ‘স্টেট সিক্রেটস অ্যাক্ট’ এ দায়ের করা মামলা প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সচিব মুকিতুল হাসানকে স্বপদে পুনর্বহাল করার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। 

শনিবার (২৬ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বর, মধুর ক্যান্টিন ঘুরে রাজু ভাস্কর্যে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজিদ হায়দার চঞ্চল বলেন, এই দেশে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বহু সংগ্রামের ইতিহাস আছে। মতিউল ও কাদেরের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমরা আগামীতেও রাজপথে থাকবো।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু বলেন, ঔপনিবেশিক ‘স্টেট সিক্রেটস অ্যাক্ট’ এর মাধ্যমে মুকিতুল হাসানকে বরখাস্ত করা বেআইনি। তিনি কোনও অপরাধ করেননি, বরং দেশপ্রেম দেখিয়েছেন। এই সরকার যদি চুক্তি বাতিল না করে, তাহলে আমরা হরতাল-অবরোধসহ বৃহত্তর কর্মসূচিতে যাবো।

ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আসিফ জামান বলেন, বিগত সময়ে ভারতের সঙ্গে যেমন অসম চুক্তি হয়েছিল, এখন অন্তর্বর্তী সরকারও ওয়াশিংটনের সঙ্গে একই রকম গোপন সমঝোতা করছে। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল ভালো হয় না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *