বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক

Bangla News


কথা বলছেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল শক্তিশালী করতে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ডিজিটাইজ করার প্রকল্প শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  

তিনি শনিবার (২৬ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এলথ্রিএডি.নেট ডিজিটাল ইনোভেশন সামিটে বক্তব্যকালে এ কথা জানান।

 

তিনি তার মূল প্রবন্ধে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে গুরুত্বারোপ করেন।  

ফয়েজ তৈয়্যব বলেন, দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশই তরুণ—যারা ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি। এই জনসম্পদকে দক্ষ ও উৎপাদনশীল করে গড়ে তুলতে সরকার আইসিটি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।  

তিনি চলমান উদ্যোগসমূহের মধ্যে আইসিটি অবকাঠামো উন্নয়ন, স্টার্ট-আপ বিনিয়োগ, সাইবার নিরাপত্তা, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ব্লকচেইন সংক্রান্ত আসন্ন জাতীয় নীতিমালা নিয়ে আলোচনা করেন।  

তিনি জানান, দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারত্বে ১০টি ইনোভেশন হাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল শক্তিশালী করতে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ডিজিটাইজ করার প্রকল্প শুরু হয়েছে।  

ফয়েজ আহমদ তৈয়্যব তার বক্তব্যের শেষে প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, গবেষক ও উদ্যোক্তাদের আগামী জাতীয় নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।  

তিনি বলেন, একটি স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।  

অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ, ব্লুপাই সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার উজ্জামান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান উপস্থিত ছিলেন।

এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *