সুনামগঞ্জ সীমান্তে নারীসহ ৬ বাংলাদেশি আটক

Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় নারীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাঘাটা এলাকা থেকে তাদের আটক করে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটককৃতরা হলেন—সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), মধ্যনগর উপজেলার গবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫), একই উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), মোহনগঞ্জ বরহাতুনী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫), ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তারা কয়েক মাস আগে কাজের উদ্দেশ্যে ভারতের কুচবিহারে গিয়েছিলেন। কিন্তু কাজের যথাযথ মজুরি না পেয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন। সীমান্ত পিলার ১১৯৪/এমপি’র ২০০ গজ ভেতরে লামাঘাটা এলাকায় প্রবেশের সময় তাদের আটক করা হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে তাহিরপুর থানায় হস্তান্তর করা হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *