Google Alert – সেনা
রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৭ লিটার দেশীয় চোলাই মদ, বিপুল পরিমাণ নগদ অর্থ ও মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত নাগেরহাট সাহেবগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মা’আরিয বিন বাশার।
সেনাবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ-তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মা’আরিয বিন বাশার ও লেফটেন্যান্ট মো. নাজমুল হোসেন মানিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। চিরুনি তল্লাশির সময় সাহেবগঞ্জ বাজার থেকে মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২টি বস্তায় ভরা ১৬০ বোতল স্পিডে রাখা ২৭ লিটার চোলাই মদ, বিক্রির নগদ ১ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা এবং ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক নজরুল ইসলাম (৪০) রংপুরের মিঠাপুকুর থানার চক দুর্গাপুর দুলারহাট এলাকার ফজলউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত এবং তার নামে আরও একটি মাদক মামলা রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
আটক নজরুল ইসলামকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।