ঠাকুরগাঁওয়ে ১১ লাখ টাকার অবৈধ সার জব্দ, অভিযুক্ত পলাতক

Google Alert – সেনাবাহিনী

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খালপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ১১ লাখ টাকার অবৈধ সার জব্দ করা হয়েছে। শুক্রবার রাতের এ অভিযানে মোহাম্মদ ইসরাফিল নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৯৪৭ বস্তা সার উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, অভিযুক্ত মোহাম্মদ ইসরাফিল দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিলেন। জব্দ করা সারগুলোর মধ্যে রয়েছে—৩৪৩ বস্তা টিএসপি, ৪৪৭ বস্তা এমওপি, ১৫২ বস্তা ইউরিয়া এবং ৫ বস্তা ডিএপি। এসব সারের বাজারমূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাফিল প্রতিটি বস্তা সার কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দেড় হাজার থেকে দুই হাজার টাকা বেশি দামে বিক্রি করতেন। তবে অভিযানের খবর পেয়ে তিনি আগেই পালিয়ে যান।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, ‘অভিযানে জব্দ করা সারগুলো কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। আগামী রোববার এসব সার স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *