Google Alert – পার্বত্য অঞ্চল
বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে বিকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে পাঠানো ইঞ্জিনের মাধ্যমে বগিটি উদ্ধার করা হলে পুনরায় স্বাভাবিক হয় রেল চলাচল।
শনিবার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে গোমদণ্ডী স্টেশন অতিক্রম করার কিছু পরেই পেছনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে যায় এবং বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে ট্রেনটি প্রায় ৩০ মিনিট থেমে থাকে।
গোমদণ্ডী রেলস্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক জানান, “বিকাল ৩টা ৮ মিনিটের দিকে ট্রেনটি গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর দুর্ঘটনাটি ঘটে। তখন বগিটি রেখেই ট্রেনটি চট্টগ্রামের দিকে চলে যায়। পরে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়।”
চোখের সামনে ঘটনার প্রত্যক্ষদর্শী বোয়ালখালী বাসিন্দা বাচ্চু বলেন, “আমি দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ট্রেনের পেছনের বগি আলাদা হয়ে যায়। আমি চিৎকার করে লোকজনকে সতর্ক করি। ভেতরে প্রায় ২০-২৫ জন যাত্রী ছিল, তাদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।”
ট্রেনটির স্টুয়ার্ড তওসীপ আহমেদ জানান, “সকাল ৯টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ট্রেনটি ছাড়ে। গোমদণ্ডীতে খাবারের বগি ও গার্ড ব্রেক বগির হুক খুলে যাওয়ায় বগিটি ছিটকে পড়ে। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।”
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, “বিকেল ৬টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন পাঠিয়ে গোমদণ্ডী এলাকায় পড়ে থাকা বগিটি উদ্ধার করা হয়। এরপর লাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”
উল্লেখ্য, গার্ড ব্রেক বগিতে ট্রেন পরিচালনায় নিয়োজিত গার্ড থাকেন এবং এটি খাবারের বগি হিসেবেও ব্যবহৃত হয়।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।