Google Alert – বাংলাদেশ
ঢাকা: এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে ঢাকায় হয়ে যাওয়া এসিসির বার্ষিক সাধারণ সভার পরও সূচি নিশ্চিত করা যায়নি। অবশেষে এশিয়া কাপের দিন-তারিখ নিশ্চিত করেছেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি।
শনিবার (২৬ জুলাই) বিকেলে এক্সে এক পোস্টে প্রথমে এশিয়া কাপ শুরু ও শেষের দিনক্ষণ জানানোর পর সন্ধ্যায় আরেক পোস্টে বিস্তারিত সূচি প্রকাশ করেন নাকভি।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, ফাইনাল ২৮ সেপ্টেম্বর। দুই গ্রুপে ভাগ হয়ে মোট আটটি দল অংশ নেবে এবারের এশিয়া কাপে- ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে অন্য দুই দল সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৯ সেপ্টেম্বর হংকং-আরব আমিরাতের ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের পর্দা উঠবে। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তান ও ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। সূচি প্রকাশ করা হলেও আরব-আমিরাতের কোন মাঠে কার ম্যাচ হবে, তা জানাননি নাকভি।
এবারের এশিয়া কাপের স্বাগতিক ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া। এবার তাই টুর্নামেন্টটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
এবারের এশিয়া কাপ নিয়ে জটিলতা বাড়ে গত মে মাসে ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়ালে। এসিসির এই দুই প্রভাবশালী দেশ একে অপরের বিরুদ্ধে ক্রিকেট খেলবে না, এমন আলোচনাও ওঠে তখন। ২৪ জুলাই ঢাকায় এজিএম হওয়া নিয়েও মুখোমুখি দাঁড়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড।
তবে শেষ পর্যন্ত অনলাইনে এজিএমে যোগ দেয় ভারত। তখন মহসিন নাকভি জানিয়েছিলেন, জমে থাকা কিছু বিষয়ের সমাধান করে এশিয়া কাপের কথা আনুষ্ঠানিকভাবে জানাতে চান। ওই ঘটনার দুই দিন পরই এশিয়া কাপের সময় আনুষ্ঠানিকভাবে জানালেন নাকভি। চূড়ান্ত সূচি ঘোষণা করবে আয়োজক বোর্ড বিসিসিআই।
এআর