গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষে আহত অন্তত ১০ জন

Google Alert – সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় শ্রমিক, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে, পাল্টা জবাবে শ্রমিকরাও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সরাতে অভিযানে যোগ দেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই উত্তেজনার পর সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফরিদপুর এলাকায় অবস্থিত আরএকে সিরামিক কারখানার শত শত শ্রমিক বকেয়া বেতন, কর্মপরিবেশ উন্নয়নসহ ১০ দফা দাবিতে কারখানা গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে পড়ে এবং অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুই ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সংঘর্ষের সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করে। টানা তিন ঘণ্টার টানটান উত্তেজনার পর সকাল ১০টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরানো সম্ভব হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “শ্রমিকদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা করে রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।”

শ্রমিকদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *