কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১০ কেজি গাঁজা উদ্ধার

Google Alert – BD Army

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৪:৩৮ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৪:৫৩ PM

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ ডিগ্রি কলেজের সামন অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প জানায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও ইয়াবা উদ্ধার করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আগামীতেও এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *