অক্টোবরে প্রধান উপদেষ্টাকে সৌদিতে আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ

Google Alert – প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা নতুন দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার মেয়াদকালে বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে পৌঁছাবে। তিনি রাষ্ট্রদূতের মেয়াদকালে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

বাংলাদেশ ও সৌদি আরবের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিভিন্ন খাতে সহযোগিতা বাড়িয়ে এ সম্পর্ক আরও বিস্তৃত করা সম্ভব। তিনি সৌদি আরবকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সাশ্রয়ী শ্রমশক্তি ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এখানে তাদের উৎপাদন খাত গড়ে তোলার আহ্বান জানান।

 

জবাবে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে তার দেশের সুদৃঢ় বন্ধুত্বের কথা তুলে ধরেন। তিনি জানান, সৌদি বিনিয়োগ প্রতিষ্ঠান ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ বর্তমানে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত। তিনি আরও জানান, বাংলাদেশে একটি আরবি ভাষা ইনস্টিটিউট এবং দেশের বিভিন্ন শহরে ৮টি মসজিদ নির্মাণের জন্য সৌদি সরকার ২ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

 

এদিন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সৌদি যুবরাজের বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ডিবিসি/এমএআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *