Google Alert – প্রধান উপদেষ্টা
‘ জুলাই সনদের খসড়া তৈরি ১২ বিষয়ে ঐকমত্য ‘ কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম। আজ ঢাকার বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় জুলাই সনদ চূড়ান্তসহ জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেই সংবাদ প্রকাশিত হয়েছে।
এ খবরে বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় আরো দুটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো।
গতকাল রোববার কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠকে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন এমন প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।
একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ” ১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না এ প্রস্তাবে বিএনপির আপত্তি নেই।”
“তবে শর্ত ছিল, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানা হবে না। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধানের প্রস্তাবে আপত্তি নেই। এর বাইরের বিষয়ে আলোচনা হলে শর্ত বহাল থাকবে।”
পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব, এই কমিশন গঠিত হবে ৭২ বছরের কম বয়সী একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে।
এ খবরে বলা হয়েছে, আগামী পাঁচই অগাস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
রাষ্ট্র ও সংবিধানের মৌলিক কাঠামোতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে এই সনদ হচ্ছে। ঘোষণা হতে যাচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রও’।
একই মাসে জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশসহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি দৃশ্যমান করারও উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
অগাস্ট মাসেই জুলাই গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম দৃশ্যমান হবে।
এছাড়া অগাস্টের শুরুতেই ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। গত শনিবার ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে কথা হয়।
সব মিলিয়ে সংস্কার (জুলাই সনদ, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র) গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে অগ্রগতি আগস্টেই দৃশ্যমান হবে বলে মনে করছেন ঐকমত্য কমিশন, ইসি ও সরকার সংশ্লিষ্টরা। নির্ভরযোগ্য একাধিক সূত্রের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে সংবাদপত্রটি।
রাজনৈতিক দলগুলো বলছে, জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই ঘোষণাপত্র-মোটা দাগে এ তিনটি দাবি সবার। মৌলিক সংস্কারের বিষয়ে সব দলের স্বাক্ষরে জুলাই সনদ প্রণীত হবে।
এ খবরে বলা হয়েছে, বাজারে আলুর দাম না থাকায় চোখে অন্ধকার দেখছেন আলুচাষিরা। ওএমএস ও টিসিবির মাধ্যমে আলু বিক্রি করে তাদের বাঁচাতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
ঠাকুরগাঁও, রংপুর, বগুড়া, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জের আলুচাষিদের এই অবস্থা থেকে বাঁচাতে সরকারের কাছে ধর্না দিয়েছেন হিমাগার ব্যবসায়ীরা। আলু নিয়ে তারাও বিপাকে।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কথা চালাচালি শুরু হয়েছে। একাধিক মন্ত্রণালয়ের সচিবের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে পত্রিকাটি।
ঠাকুরগাঁওয়ে গতকাল রোববার হিমাগারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে সাড়ে ১২ টাকা থেকে পৌনে ১৩ টাকায়। স্থানীয় বাজারে খুচরা পর্যায়ে সেই আলু বিক্রি হয়েছে ১৫ থেকে ১৮ টাকা দরে।
রংপুরে হিমাগারে আলু বিক্রি হয়েছে ১২-১৩ টাকায়। খুচরা বাজারে বিক্রি হয়েছে ১৪-১৫ টাকায়।
মুন্সীগঞ্জে হিমাগার ফটকে ১২-১৩ টাকা আর খুচরা বাজারে ১৮-২০ টাকা দরে আলু বিক্রি হয়েছে। আর ঢাকায় আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, এবার আলুর গড় উৎপাদন খরচ ছিল কেজিতে ১৪ টাকা। এর সঙ্গে হিমাগার ভাড়া যোগ হবে।
ফলে সরকারি হিসাবেই প্রতি কেজি আলুতে কৃষক লোকসান গুনছেন। বিভিন্ন জেলার কৃষকরা সমকাল প্রতিনিধিদের যে তথ্য দিয়েছেন তাতে এই লোকসান কেজিতে ১০ টাকার মতো।
ঢাকায় পরবর্তী দুটি মেট্রোরেল প্রকল্পের ব্যয় নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে বলে এ খবরে বলা হয়েছে।
এখন পর্যন্ত ঠিকাদারের কাছ থেকে যে দর প্রস্তাব পাওয়া গেছে, তাতে মোট নির্মাণব্যয় দাঁড়াতে পারে দুই লাখ কোটি টাকা, যা সরকারের প্রাক্কলনের দ্বিগুণের বেশি।
সরকার ব্যয় ধরেছিল প্রায় ৯৪ হাজার কোটি টাকা।
ঠিকাদার এখন যে দর প্রস্তাব করছে, তাতে নতুন দুই মেট্রোরেল নির্মাণে কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে।
ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। এতে কিলোমিটার প্রতি খরচ পড়েছে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা।
রাজধানীতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) হিসাবে, ভারতে সাম্প্রতিক কালে নেওয়া মেট্রোরেল প্রকল্পে এই ব্যয় ৫০০ কোটি টাকার কম।
ভিয়েতনাম, তুরস্ক, থাইল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশে প্রস্তাবিত দরের চেয়ে কম টাকায় মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে।
এ খবরে বলা হয়েছে, অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্যপদ পেতে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থন জানাতে মালয়েশিয়ার প্রতি আবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহসভাপতি এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন।”
বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করে।
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “আসিয়ানের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া বাংলাদেশের আবেদন মঞ্জুরের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে, যাতে বাংলাদেশ প্রথমে খাতভিত্তিক সংলাপের অংশীদার এবং পরবর্তীতে এই আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্যপদ পেতে পারে।”
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অসংখ্য প্রকল্প থেকে ঠিকাদাররা পালিয়েছে। কেন এবং কত টাকা নিয়ে পালিয়েছে সেসব খতিয়ে দেখতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সেই সঙ্গে সরকারি কর্মকর্তারা পিডি হিসেবে কেন ঠিকাদারদের বাড়তি টাকা দিয়েছেন কিন্তু কাজ বুঝে নেননি, সেটিরও তদন্ত করা হবে বলে জানান তিনি।
গতকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।
বৈঠকে ১২টি প্রকল্প অনুমোদন করা হয়।
এ খবরে বলা হয়েছে, চিকিৎসার জন্য ফের লন্ডন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মেডিকেল বোর্ডের পরামর্শে তার ফলোআপের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে বিএনপি।
অন্তর্বর্তী সরকার এবং দলটির নির্ভরযোগ্য একাধিক সূত্র রোববার সন্ধ্যায় এ পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে।
তারা বলেছেন, চিকিৎসকরা লন্ডনে তার চিকিৎসার ফলোআপকে জরুরি মনে করছেন। গত আটই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখানে প্রায় চার মাস ছিলেন তিনি।
জানুয়ারি মাসের প্রায় পুরোটা সময় ছিলেন হাসপাতালে ভর্তি।
পরের তিন মাস ছিলেন বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়। সেখানে থেকে তার চিকিৎসার ফলোআপ হয়।
এ খবরে বলা হয়েছে, একের পর এক মামলা আর আদালতকে প্রভাবিত করা রায় দিয়ে অসুস্থ মিজ জিয়াকে দীর্ঘদিন কারারুদ্ধ এবং গৃহবন্দি করে রাখে শেখ হাসিনার সরকার। সে সময় তার উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে পাঠাতে সরকারের প্রতি অনুরোধ করে তার পরিবার বিএনপি এবং মিত্র রাজনৈতিক দলগুলো।
এ খবরে বলা হয়েছে, দিনে দিনে ঝুঁকির মধ্যে পড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের চারপাশে উঁচু ভবন তৈরি হচ্ছে।
ভবন মালিকরা কোনো নিয়মনীতি তোয়াক্কা করছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ম অনুযায়ী ৫০০ ফুটের ওপর ভবন তোলা নিষিদ্ধ থাকলেও তা কার্যকর হচ্ছে না।
অথচ বিশ্বের বিভিন্ন দেশে বিমানবন্দরের আশপাশে উঁচু ভবন থাকছে না। ব্যতিক্রম শুধু বাংলাদেশেই।
যেখানে সেখানে যত্রতত্রভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। প্রভাব খাটিয়ে তৃতীয়তলার স্থানে ছয়-সাততলা পর্যন্ত ভবন করে ফেলা হচ্ছে।
এমনকি শাহজালালের ভেতরেই বেবিচক সদর দপ্তর ও মার্কেটটি উঁচু হওয়ায় ফ্লাইট ওঠা-নামায় সমস্যা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
গত ২১শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার ভবনে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হলে উঁচু ভবনের বিষয়টি সামনে আসে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
বিমান নিরাপত্তা বিশ্লেষক ও অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের আশপাশে আর যেন উঁচু ভবন তৈরি হতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে।
অনুমতি ছাড়া গড়ে ওঠা ভবনগুলো কীভাবে সরানো যায়, তা নিয়ে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
যারা অনুমতি না নিয়ে ভবন নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তবে আলোচিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর দিয়ে আসা বিমানগুলো ঝুঁকির মধ্যে নেই।
ঢাকা থেকে বিমানবন্দর সরিয়ে ফেলা জরুরি বলে তারা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের আরোপ করা বড় অংকের শুল্ক কমানোর জন্য আলোচনার মধ্যেই মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ক্রয়াদেশ দেয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল ও তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, যাতে ডোনাল্ড ট্রাম্প ওই ৩৫ শতাংশ শুল্কের বোঝা থেকে বাংলাদেশকে রেহাই দেয়।
গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ” আমাদের ইমিডিয়েট কিছু এয়ারক্রাফট দরকার, আমাদের দুয়েক বছরের মধ্যে দরকার, হয়তো আমরা দুয়েক বছরের মধ্যে কিছু পাব। আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে। সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। আমরা এ বছরে রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আবার নতুন করে এই আদেশগুলো দিয়েছি, আগে ১৪টা ছিল, পরে ২৫টা করেছি।”
‘ Parties agree to cap PM’s term at 10yrs ‘ দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার এ শিরোনামের অর্থ ‘এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন – প্রস্তাবে একমত দলগুলো।’
এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন এমন প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে এ খবরে বলা হয়েছে।
একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে।
গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এ কথা জানান।
আলী রীয়াজ বলেন, ” আমরা একটা বিষয়ে একমত হয়েছি, সেটা হলো প্রধানমন্ত্রী ১০ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করব। এ বিষয়ে আমরা কি একমত হয়েছি?”
এ সময় আলী রীয়াজ বলেন, এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ সাহেব একটি শর্ত দিয়েছিলেন, সেটা কি এখনো আছে?
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ বলেন, “আমরা একবার বলেছি ১০ বছরর বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না। আমি বলেছিলাম সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানব না। আমরা এ হাউসের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে যুক্ত করব।”
‘ Milestone tragedy:Many come forward to donate skin for injured children ‘ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এ শিরোনামের অর্থ ‘ মাইলস্টোন ট্র্যাজেডি: আহত শিশুদের ত্বক দান করতে এগিয়ে আসছেন অনেকেই ‘।
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিদের স্কিন বা ত্বক দান করতে এগিয়ে আসা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।
রোববার পর্যন্, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একশ জনেরও বেশি ব্যক্তি ত্বক দান করতে আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে থেকে সাতজন দাতাকে স্কিন গ্রাফটিং এর জন্য নির্বাচিত করা হয়েছে।
এদিকে, গতকাল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত আরও দুজনকে বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। বর্তমানে চারজন রোগীর অবস্থা আশঙ্কাজনক, তারা জীবনের জন্য লড়াই করছেন।