Google Alert – আর্মি
পূর্বাচলের জীববৈচিত্র্যপূর্ণ এলাকায় একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়ে ৪ দশমিক ৬ একর বনভূমি দখলমুক্ত এবং ১৫৫টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ বনভূমির ১৪৪ একরই দখল মুক্ত হলো।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২৮ জুলাই) এ অভিযান পরিচালিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে পূর্বাচলে অবৈধভাবে দখল করা ১৪৪ একর ভূমির মধ্যে ৪ দশমিক ৬ একর ভূমি উদ্ধার করা হয়। উচ্ছেদ করা হয় ৪৪টি পরিবারের ১৫৫টি ঘর। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা। এ অবৈধ উচ্ছেদের ফলে পূর্বাচলের ১৪৪ একর বনভূমিই অবৈধ দখলমুক্ত হলো।
অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেয় বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা।
সহযোগিতা করে রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা পুলিশ, রাজউক ও বন বিভাগ।
জীববৈচিত্র্য রক্ষা ও বনভূমি সংরক্ষণে সরকার এধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।