Parliament News: ‘আমি চিনে গিয়েছিলাম, কিন্তু গোপন চুক্তির জন্য…,’ সংসদে দাঁড়িয়ে কেন একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Google Alert – কুকি চিন

লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার মাঝে চিনের সঙ্গে ডোকলাম সংঘর্ষের প্রশ্ন তুলে আনলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ এখানেই শেষ নয়, সেই প্রসঙ্গ টেনে জোড়াল আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে৷

সংসদ অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা কালে সরকারের কথার উপরে বিরোধীদের ‘অবিশ্বাস’ করার প্রবণতার কথা তুলে ধরেন জয়শঙ্কর৷

দাবি করেন, ‘‘ ডোকলামে চিনের সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনার পরে, বিদেশমন্ত্রক থেকে নয়, রাহুল গাঁধি বিশ্বাস করেছিলেন চিনের দূতের কথার উপরে৷ এটা অদ্ভূত যে, একজন নির্বাচিত বিদেশমন্ত্রীকে ওঁরা বিশ্বাস করে না৷ অন্য দেশের লোকের কাছে কথা শুনতে যায়৷’’

দাবি করেন, ‘‘ ডোকলামে চিনের সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনার পরে, বিদেশমন্ত্রক থেকে নয়, রাহুল গাঁধি বিশ্বাস করেছিলেন চিনের দূতের কথার উপরে৷ এটা অদ্ভূত যে, একজন নির্বাচিত বিদেশমন্ত্রীকে ওঁরা বিশ্বাস করে না৷ অন্য দেশের লোকের কাছে কথা শুনতে যায়৷’’

এখানেই শেষ করেননি জয়শঙ্কর৷ সংসদে অভিযোগ করেন, ‘‘বিরোধীরা এখন চিন নিয়ে আমাদের লেকচার দিচ্ছে৷ অথচ, ওরাই এদেশে ২জি, ৩জি এনেছে চিন থেকে৷ আমাদের সরকার দেশজ ৫জি প্রযুক্তি তৈরি করেছেন৷’’

এখানেই শেষ করেননি জয়শঙ্কর৷ সংসদে অভিযোগ করেন, ‘‘বিরোধীরা এখন চিন নিয়ে আমাদের লেকচার দিচ্ছে৷ অথচ, ওরাই এদেশে ২জি, ৩জি এনেছে চিন থেকে৷ আমাদের সরকার দেশজ ৫জি প্রযুক্তি তৈরি করেছেন৷’’

জয়শঙ্কর বলেন, ‘‘আমি চিনে যাইনি অলিম্পিক্স দেখডতে, কিংবা গোপন চুক্তি করতে৷ আমি গিয়েছিলাম সন্ত্রাস নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে৷ বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে৷’’

জয়শঙ্কর বলেন, ‘‘আমি চিনে যাইনি অলিম্পিক্স দেখতে, কিংবা গোপন চুক্তি করতে৷ আমি গিয়েছিলাম সন্ত্রাস নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে৷ বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে৷’’

প্রসঙ্গত, বিদেশমন্ত্রী এদিন দাবি করেন, চিন যে সময় অরুণাচল প্রদেশের নাগরিকদের স্টেপলড ভিসা দিচ্ছিল, সেই সময় ডোকলাম নিয়ে রাহুল সে দেশের দূতের সাথে কথা বলেন৷ পাকিস্তান এবং চিনের মধ্যে পারস্পরিক যোগসাজশের ঘটনাও পূর্বতন সরকারের অজানা ছিল না এবং সে বিষয়ে তাঁরা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেন জয়শঙ্কর৷

বিদেশমন্ত্রী এদিন দাবি করেন, চিন যে সময় অরুণাচল প্রদেশের নাগরিকদের স্টেপলড ভিসা দিচ্ছিল, সেই সময় ডোকলাম নিয়ে রাহুল সে দেশের দূতের সাথে কথা বলেন৷ পাকিস্তান এবং চিনের মধ্যে পারস্পরিক যোগসাজশের ঘটনাও পূর্বতন সরকারের অজানা ছিল না এবং সে বিষয়ে তাঁরা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেন জয়শঙ্কর৷

প্রসঙ্গত, চিন অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের স্টেপলড ভিসা দেয়৷ এই ভিসায় স্ট্যাম্প সরাসরি পাসপোর্টের পাতায় মারা হয় না, বরং একটি আলাদা কাগজে স্ট্যাম্প মেরে তা পাসপোর্টে স্টেপল করে দেওয়া হয়৷ এটা চিনের একটা চাল, এর মাধ্যমে চিন বোঝাতে এই সমস্ত জায়গা আদতে তাদের৷

প্রসঙ্গত, চিন অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের স্টেপলড ভিসা দেয়৷ এই ভিসায় স্ট্যাম্প সরাসরি পাসপোর্টের পাতায় মারা হয় না, বরং একটি আলাদা কাগজে স্ট্যাম্প মেরে তা পাসপোর্টে স্টেপল করে দেওয়া হয়৷ এটা চিনের একটা চাল, এর মাধ্যমে চিন বোঝাতে এই সমস্ত জায়গা আদতে তাদের৷

বাংলা খবর/ খবর/দেশ/

‘আমি চিনে গিয়েছিলাম, কিন্তু গোপন চুক্তির জন্য…,’ সংসদে দাঁড়িয়ে কেন একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *