খাগড়াছড়ি রিজিয়নের অভিযানে, ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের সেনাবাহিনী রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর একটি ঘাঁটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ভোরে বাঘাইহাট জোনের সেনা টহলদল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি। তার সঙ্গে ছিলেন জোনের সেকেন্ড ইন কমান্ড মেজর ফয়সাল আমির মোহম্মদ তারেক, পিএসসি।

 

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল অবস্থান করছে জানতে পেরে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ৬ ই বেংগল রেজিমেন্ট অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। ভোর ৪টা ৩০ মিনিটে সেনা সদস্যরা নির্দিষ্ট এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় ঘটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে ১টি সাবমেশিনগান (SMG), ৩টি দেশীয় তৈরি বন্দুক, ১টি এলজি, ১টি সাবমেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড গুলি (DDG Jooe), ১৭টি খালি খোসা (DDG Jooe), ২৫টি এসএমজির বিভিন্ন লটের খালি খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি টকি, ১টি মটরোলা সেট (Talkaboy-T5428), ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সানগ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ পতাকা, ৫টি ইউপিডিএফ আর্মব্যান্ড, ১২টি বিভিন্ন প্রকারের বই।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা বলেন,
“আমাদের অভিযান শুধু সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে। যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্টির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিন রাত নিরলস কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে।”

 

 

অভিযানের পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয়রা সেনাবাহিনীর এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *