Daily Manobkantha:: সৈয়দপুর আর্মি ইউনিভার্সিটিতে অ্যাম্বুলেন্স সেবার যাত্রা শুরু: Daily Manobkantha

Google Alert – আর্মি

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)-তে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই পরিষেবার উদ্বোধন করেন বিএইউএসটি’র উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টার অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (এলপিআর), ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন (অব.), সকল অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ও তার দল।

উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোবারক হোসেন বলেন, “বিএইউএসটি’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি স্বাস্থ্যসেবায় দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। আমরা সবসময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।” অনুষ্ঠানের শেষে পরিষেবাটির সফল ও টেকসই পরিচালনার জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *