Bangla Tribune
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যার্তদের সহায়তার লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় মানুষদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল।
বুধবার সদর দফতরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ব্যবস্থাপনায় এবং ৪০৩ ব্যাটেল গ্রুপের আয়োজনে এটি পরিচালিত হচ্ছে।
এই ক্যাম্পেইনে হালুয়াঘাটের প্রায় ৫০০ জন দরিদ্র ও দুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
এ ছাড়া, গত চার দিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর ৪০৩ ব্যাটেল গ্রুপ নিরবচ্ছিন্নভাবে সামরিক নৌযান ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে। পানিতে আটকে পড়া মানুষদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে উদ্ধার করা হয়েছে, যেখানে বন্যার প্রবল স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার মোকাবিলা করতে হয়েছে সেনাসদস্যদের। বন্যাকবলিত বিভিন্ন স্থানে আটকে থাকা অসহায় মানুষদের সাহসিকতার সঙ্গে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
উদ্ধার অভিযানের পাশাপাশি, ৪০৩ ব্যাটেল গ্রুপ প্রায় এক হাজার ৬০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে বন্যার্তদের পাশে থেকেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী দুর্যোগের সময় মানুষের সহায়তায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।