Google Alert – পার্বত্য চট্টগ্রাম
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার সীমান্ত এলাকা থেকে দুইটি পাঠা ছাগলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার দেশরাই পাড়ার বাসিন্দা জেমোসিং ত্রিপুরা (৪৫)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন জেমোসিং ত্রিপুরা। তিনি লোগাং বাজার থেকে দুটি পাঠা ছাগল কিনে ভারতের দিকে ফেরার চেষ্টা করছিলেন। এসময় বৌদ্ধমনিপাড়া বিওপি’র আওতাধীন ৩ বিজিবির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীম।
আটকের সময় তার কাছ থেকে দুটি পাঠা ছাগল জব্দ করা হয়। পরে তাকে বিজিবির হেফাজত থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “আটককৃত ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হবে।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।