Samakal | Rss Feed
ডিজে পার্টিতে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক, মাদক উদ্ধার
সারাদেশ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি <time class="op-modified" dateTime="2025-08-01"2025-08-01
2025-08-01
নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর এলাকা থেকে একসঙ্গে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে মাদক বিরোধে এই অভিযান চালানো হয়। আটক কিশোররা সবাই পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা।
নাটোর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, উপজেলার বিলশা এলাকার নৌকায় ডিজে পার্টির আয়োজন করে একদল কিশোর। শুক্রবার সকালে মিনি ট্রাকে করে ধানাইদহ থেকে সেখানে রওনা দেয়। ট্রাকে উচ্চ শব্দে গান বাজিয়ে হৈ হুল্লোড় করতে করতে যাওয়ার সময় খুবজিপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিম তাদের গতিরোধ করে। তল্লাশির সময় ১২ জন কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, ১ লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৪৩ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক।