নিষিদ্ধ আ.লীগ অপকর্ম করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

RisingBD – Home

প্রকাশিত: ১৩:২৭, ২ আগস্ট ২০২৫  
আপডেট: ১৩:৩৪, ২ আগস্ট ২০২৫

ফাইল ফটো


স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাই, তারা কোনো ধরনের অপকর্ম করতে চাইলে ছাড় দেওয়া হবে না।” 

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

৫ আগস্ট ঘিরে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা (গণমাধ্যম) যেভাবে সাহায্য-সহযোগিতা করছেন, তাতে কোনো শঙ্কা নেই।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি, সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। যে বাহিনীর যে-ই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।”

ঢাকা/এমআর/রফিক

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *