Google Alert – পার্বত্য চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অভিযান চালিয়ে অপহরণ ও চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পাহাড়তলী থানাধীন নয়াবাজার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ-সময় হাতে হাতে অপহরণকৃত এক যুবককে উদ্ধার করা হয়।
শুক্রবার থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন – এমরান হোসেন অপু (৩২), মাহমুদুল হাসান (২৬) এবং মোঃ সেলিম (৫০)। তারা পাহাড়তলী ও হালিশহরের বাসিন্দা।
পুলিশ জানায়, শিমুল (২৩) নামে এক যুবককে অপহরণ করে পলাতক আসামি মো: সেলিমের বাড়িতে অপহরণ করে ভিকটিমকে আটকে রেখে রাতভর মুক্তিপণ আদায়ের জন্য মারধরের পাশাপাশি হত্যার ভয় দেখিয়ে তার মুঠোফোন নগদ টাকা কেড়ে নেয়। পরে বিষয়টি পুলিশ জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ ভিকটিমকে উদ্ধার করা হয়।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।