Google Alert – পার্বত্য চট্টগ্রাম
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৩৯, ২ আগস্ট ২০২৫
পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে বনভূমি উজাড় ও গাছপালা নিধনের জন্য বন বিভাগ কোনো অংশ কম দায়ী নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেন, ‘‘কেন এমন হয়েছে সেটা ভাবতে হবে। এর থেকে উত্তরণের জন্য দায়িত্ব নিতে হবে।’’
শনিবার (২ আগস্ট) রাঙামাটি শহরের জিমনেশিয়াম মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এ সময় বনের গুরুত্ব তুলে ধরা সুপ্রদীপ চাকমা বলেন, ‘‘আমাদের মাতামুহুরী নদী সৃষ্টি হয়েছে মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট থেকে, সাঙ্গু রিজার্ভ ফরেস্ট থেকে সৃষ্টি হয়েছে সাঙ্গু নদী। শুধুমাত্র কর্ণফুলী নদী এসেছে ভারতের লুসাই পাহাড় থেকে। খুব বেশি নদী ভারত থেকে আসেনি, বেশির ভাগ নদী সেলফ ক্রিয়েটেড। তাই বনগুলো বাঁচাতে হবে।’’
পরিবেশবাদীদের সেগুন গাছ লাগানো বন্ধের দাবির বিষয়ে তিনি বলেন, ‘‘গাছের প্রাকৃতিক এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে একটি সার্ভে করা দরকার। কোনো গাছের বিকল্প নির্ধারণ না করে লাগানো বন্ধের দাবি করা ঠিক নয়।’’
ঢাকা/শংকর/রাজীব