দেশ রূপান্তর
ভারত-মিয়ানমার সীমান্তের কাছে ‘অরুণাচল’ প্রদেশের ঘন জঙ্গলে ঘেরা গ্রাম ‘পাংসাউ’। এই গ্রামে রয়েছে একটি রহস্যময় হ্রদ। কথিত আছে, এই হ্রদের কাছে গেলে কেউ ফিরে আসে না। অর্থাৎ আপনি যত হ্রদটির কাছে এগিয়ে যাবেন, হৃৎপিণ্ডের গতি ততটাই কমে আসবে। ধীরে ধীরে ঢলে পড়বেন মৃত্যুর কোলে! যে কারণে হ্রদটিকে বলা হয় ‘লেক অব নো রিটার্ন’ বা না-ফেরার হ্রদ। ১.২ বর্গকিলোমিটার দৈর্ঘের… বিস্তারিত