Google Alert – বাংলাদেশ
গত শনিবার এশিয়া কাপের আসন্ন আসরের সূচি প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেসময় ভেন্যু চূড়ান্ত করা হয়নি। সপ্তাহখানেক পর আসরের ভেন্যুর নাম জানালো সংস্থাটি।
শনিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এসিসি জানায় সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে গড়াবে আসর। আবুধাবি ও দুবাইতে গড়াবে আসরের সবকটি ম্যাচ।
বাংলাদেশ গ্রুপপর্বের ম্যাচগুলো খেলবে আবুধাবিতে। এই ভেন্যুতে গ্রুপপর্বেব মোট ৭টি ম্যাচ গড়াবে। চারটি ম্যাচ গড়াবে দুবাইতে। সুপার সিক্সের পাঁচটি ম্যাচ গড়াবে দুবাইতে, এক ম্যাচ আবুধাবিতে। ২৮ সেপ্টেম্বর ফাইনালও গড়াবে দুবাইতে।
টি-টুয়েন্টি ফরম্যাটে আট দলের অংশগ্রহণে আগামী ৯ সেপ্টেম্বর থেকে গড়াবে আসর। ২৮ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত। আগে থেকেই সিদ্ধান্ত ছিল এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা নিরপেক্ষ ভেন্যুতে। শেষ অবধি ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
এবারের এশিয়া কাপে অংশ নেবে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। গ্রুপসেরা দুটি দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল লড়বে শিরোপা মহারণে।
‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে শুরু হবে আসর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে তৃতীয় দিন, হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, ১৬ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের। টুনামেন্টের বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ গড়াবে ১৪ সেপ্টেম্বর, দুবাইতে।
একনজরে এশিয়া কাপের সূচি
গ্রুপপর্ব
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান-হংকং (আবুধাবি)
১০ সেপ্টেম্বর: ভারত-সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ-হংকং (আবুধাবি)
১২ সেপ্টেম্বর: পাকিস্তান-ওমান (দুবাই)
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (আবুধাবি)
১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান (দুবাই)
১৫ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-ওমান (আবুধাবি)
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-হংকং (দুবাই)
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান (আবুধাবি)
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান-যুক্ত আরব আমিরাত (দুবাই)
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান (আবুধাবি)
১৯ সেপ্টেম্বর: ভারত-ওমান (দুবাই)
সুপার ফোর
২০ সেপ্টেম্বর: বি১-বি২ (দুবাই)
২১ সেপ্টেম্বর: এ১-এ২ (দুবাই)
২৩ সেপ্টেম্বর: এ২-বি১ (আবুধাবি)
২৪ সেপ্টেম্বর: এ১-বি২ (দুবাই)
২৫ সেপ্টেম্বর: এ২-বি২ (দুবাই)
২৬ সেপ্টেম্বর: এ১-বি১ (দুবাই)
ফাইনাল: ২৮ সেপ্টেম্বর (দুবাই)