Google Alert – সেনা
‘গৌরবোজ্জ্বল জুলাই ৩৬’ উদযাপনের অংশ হিসেবে গণ-অভ্যুত্থানে অবদান রাখা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এতে অংশগ্রহণকারী সাবেক সেনা কর্মকর্তা ও নেতারা গণ-অভ্যুত্থানে প্রতিষ্ঠান হিসাবে সশস্ত্রবাহিনী ও সাবেক সেনা কর্মকর্তাদের অবদানের স্বীকৃতি জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করার দাবি জানান।
রাজধানীর বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সভাটি পরিচালনা করেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম।
এতে আরও বক্তৃতা করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা মনিশ দেওয়ান, কর্নেল (অব.) মশিউজ্জামান প্রমুখ।
সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘যখন রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একীভূত হয়, তখনই মুক্তিযুদ্ধ বা গণ-অভ্যুত্থানের সূচনা হয়। আন্দোলনের চুড়ান্ত মুহূর্তে বিবেকের দায় থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল।