Google Alert – আর্মি
শনিবার (২রা আগস্ট) রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় এই সফল অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় সেনা কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাদক বিক্রির নগদ দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকাও জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন ওই এলাকারই বাসিন্দা। তিনি মৃত হাসান আলীর ছেলে এবং পেশায় একজন সাইকেল মেকানিক। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি এই ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং পঞ্চগড়ের অন্যতম প্রধান মাদক ডিলার হিসেবে পরিচিতি লাভ করেন।তিনি মূলত ভারতীয় মাদক ব্যবসায়ীদের মাধ্যমে এই মারাত্মক মাদকদ্রব্য দেশে নিয়ে আসতেন।
সেনাবাহিনীর জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, শনিবার হেলাল উদ্দিন মাদকের একটি বড় চালান বাংলাদেশে নিয়ে আসবেন। এই তথ্যের ভিত্তিতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ওই এলাকায় অভিযান চালায় এবং তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্রাঙ্কের ভেতর থেকে ৪,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ২,১৮,২৬০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
অভিযান শেষে আটক হেলাল উদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ডিবিসি/এএমটি