পুঁজিবাজারে আসছে সরকারি কোম্পানি, আলোচনায় অগ্রগতি

Google Alert – ইউনূস

দেশের পুঁজিবাজারকে আরও চাঙা করতে সরাসরি সরকারি এবং যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা আছে, এমন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুসারে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে খাতসংশ্লিষ্টদের আলোচনা হয়।

আলোচনায় সরকারি মালিকানাধীন লাভজনক মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির পাশাপাশি যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে আনার ওপর জোর দেয় বিএসইসি।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, সাইনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস বাংলাদেশ লিমিটেড, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, বি-আর পাওয়ারজেন লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড, সাধারণ বীমা করপোরেশন এবং জীবন বীমা করপোরেশনের মতো কোম্পানিগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের দ্রুত পুঁজিবাজারে আনার ব্যাপারে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: একটি সাংবাদিক ফোরামের জন্যই ১৫ লাখ টাকা, প্রশ্নের মুখে বিএসইসি

সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “পুঁজিবাজারে তালিকাভুক্তির ফলে কোম্পানিগুলোর সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। একই সঙ্গে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন তথা বাজারমূল্য নির্ধারণও সহজ হবে। এতে যেমন কোম্পানিগুলো উপকৃত হবে, তেমনি দেশের পুঁজিবাজারও শক্তিশালী হবে।”

তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রধান উপদেষ্টার নির্দেশনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

প্রসঙ্গত, ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজারের বাস্তব অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় ঠিক করতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে প্রধান উপদেষ্টা পুঁজিবাজার উন্নয়নে একাধিক নির্দেশনা দেন, যার মধ্যে সরকারি, দেশি-বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

বিএসইসি জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানের সমন্বয়ে কার্যক্রম শুরু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *