Google Alert – পার্বত্য অঞ্চল
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। দিবসটি উপলক্ষে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। আগামী ৫ আগস্ট আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এ অনুষ্ঠানটি আয়োজনে ৯৭ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান আয়োজনে শুধু ঢাকা জেলা প্রশাসন নয়, সারা দেশের ৬৪ জেলাতেই বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ পরিমাণ বরাদ্দ অন্য কোনও জেলায় দেওয়া হয়নি।
ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি আপ্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমন্ত্রণপত্র মুদ্রণ, প্রস্তুত করা এবং বিতরণ বাবদ ৬ লাখ টাকা, ভেন্যু ব্যবস্থাপনা (মঞ্চ ও আসন সজ্জা, ব্যানার প্রস্তুত করা, সাউন্ড সিস্টেম, মাল্টিমিডিয়া, ফটো বুথ, স্ট্যান্ড, তথ্যকেন্দ্র) বাবদ ৪০ লাখ টাকা, সাংস্কৃতিক অনুষ্ঠান বাবদ ৫ লাখ টাকা, আপ্যায়নে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর বাকি অর্থ ১৬ লাখ ২০ হাজার টাকা ভ্যাট এবং ট্যাক্স বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানায়, এই অর্থ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে খরচ করা হচ্ছে। তবে অর্থ বরাদ্দের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে—এ খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না এবং পরবর্তী সময়ে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, ঢাকা ছাড়া ৬৩ জেলাতেও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে ২ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। ঢাকা জেলাসহ মোট বরাদ্দের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ২০ হাজার।
মন্ত্রণালয়ের সূত্রটি আরও জানিয়েছে, সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে তিন পার্বত্য জেলা, মেহেরপুর এবং চাঁপাইনবাবগঞ্জে। এসব জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা।
এছাড়া নরসিংদী, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, মাগুরা, সিরাজগঞ্জ, সিলেট, বরিশাল, ময়মনসিংহ এবং ঠাকুরগাঁও— এই ১১টি জেলায় ৫ লাখ করে ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
একইসঙ্গে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, নোয়াখালী, সুনামগঞ্জ, ভোলা, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর— এ ৯ জেলায় ৪ লাখ টাকা করে ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া গাজীপুর, কিশোরগঞ্জ, কুষ্টিয়া এবং বগুড়ায় ৬ লাখ করে ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
সূত্রে জানা যায়, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, জয়পুরহাট, নওগাঁ, ঝালকাঠি, শেরপুর, লালমনিরহাট এবং পঞ্চগড় জেলায় ২ লাখ টাকা করে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, খুলনা, নাটোর, পাবনা, রাজশাহী, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলার জন্য বরাদ্দ ৩ লাখ করে ৫৭ লাখ টাকা।
বরাদ্দের বিষয় জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়য়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, জেলায় যে আয়োজন সেই ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।