Google Alert – সেনাবাহিনী
রাজধানীর মোহাম্মদপুরে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদেরকে গ্রেফতার করে সেনাসদস্যরা।
সেনাবাহিনীর ৩৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, রাতের বেলায় নিয়মিত টহলের সময় কয়েকজন কিশোর কাটাসুর এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের চলাফেরায় সন্দেহ হলে সেনাবাহিনীর টহল দল তাদের থামতে বলে। সেনা সদস্যরা যখনই তাদের তল্লাশির চেষ্টা চালায়, তখন তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় লিটন মিয়া নামে একজনকে আটক হয়। তার কাছে একটি লোহার ধারালো আংটা সংবলিত পাঞ্চ রিং পাওয়া যায়। এটি একজন মানুষকে গুরুতর আহত করার জন্য যথেষ্ট। তখন সে স্বীকার করে যে ছিনতাই করার জন্য বের হয়েছিল। কেউ যদি ছিনতাই প্রতিরোধ করার চেষ্টা করে, তাহলে সে এই ধারালো পাঞ্চ রিং দিয়ে লোকজনকে আঘাত করবে।
রাতেই অভিযান চালিয়ে লিটনের দুই সহযোগী সাব্বির ও রাকিবকে একটি ধারালো সামুরাইসহ গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।