যেসব শর্ত পূরণ হলে জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস

Google Alert – সশস্ত্র

যেসব শর্ত পূরণ হলে জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস

সংগৃহীত ছবি

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে গাজায় থাকা জিম্মিদের কাছে খাবার পাঠানোর পরিকল্পনা করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। 

আজ রবিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হামাস।

সোমবার (৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এক ভিডিও প্রকাশের পর পশ্চিমা দেশগুলোর ক্ষোভের মধ্যে এই প্রস্তাব দিয়েছে। ভিডিওতে হাড্ডিসারে দুর্বল এক জিম্মি প্রদর্শিত হয়।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, তারা কেবল তখনই রেড ক্রসের সঙ্গে সহায়তা সমন্বয় করবে, যদি ইসরাইল স্থায়ীভাবে গাজায় মানবিক করিডোর খুলে দেয় এবং সহায়তা বিতরণের সময় বিমান হামলা সম্পূর্ণ বন্ধ রাখে।

বর্তমানে ইসরাইলের দাবি, গাজায় ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে হামাস এখন পর্যন্ত কোনো মানবিক সংস্থাকে জিম্মিদের কাছে যাওয়ার অনুমতি দেয়নি।

  

গত শনিবার ফিলিস্তিনের গাজায় বন্দি এক ইসরাইলির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেড। 

প্রায় সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে এক সরু কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে এক যুবককে দেখা যায়। গায়ে কোনো জামা নেই, শুধু প্যান্ট। শরীর হাড্ডিসার। বোঝা যাচ্ছে, বহুদিন ঠিকমতো খেতে পাননি তিনি।

  

এএফপি ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এই যুবকের নাম এভিয়াতার ডেভিড বলে জানিয়েছে। তিনি দক্ষিণ ইসরাইলে নোভা সঙ্গীত উৎসবে যোগদান দিয়েছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময় আরও দুই শতাধিক ইসরাইলির সঙ্গে ২৪ বছর বয়সি এভিয়াতারকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়।

 

ভিডিওটি প্রকাশের পর ইসরাইলিদের পাশাপাশি ইউরোপীয় নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এ ঘটনার নিন্দা জানিয়েছে। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশেষ অধিবেশন আহ্বান জানিয়েছে ইসরাইল।

স্বদেশ প্রতিদিন/এমএএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *