Google Alert – আর্মি
আল ইহসান ডেস্ক:
মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিমরা। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র এই গোষ্ঠীটি কঠোর নিয়ন্ত্রণ ও গুরুতর নিপীড়ন চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ কথা বলেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরডব্লিউ বলেছে, আরাকান আর্মির দখল করা রাখাইন রাজ্যের এলাকাগুলোতে রোহিঙ্গাদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাদের বাড়িঘর লুটপাট, নির্বিচারে আটক ও খারাপ আচরণ, বাধ্যতামূলক শ্রম ও জোর করে বাহিনীতে ভর্তি করানোর মতো নানা নিপীড়ন চালানো হচ্ছে।
অন্যদিকে মিয়ানমার সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে আসছে। জাতিবিদ্বেষের মতো চলমান মানবতাবিরোধী অপরাধ এরই অংশ।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন বলেছে, ‘রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর যে ধরনের নিপীড়ন চালিয়ে আসছে, আরাকান আর্মিও ঠিক সে রকম দমননীতি অনুসরণ করছে।